Android Apps


আবদুল্লাহ ইবন মাসলামা-তালহা ইবন উবায়দুল্লাহ (রা) বলেন, একদা নজদের জনৈক অধিবাসী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের খেদমতে এমতাবস্থায় আপমন করে যে, তার মাথার চুলগুলো ছিল উস্কখুস্ক, তার মুখে বিড়বিড় শব্দ শোনা যাচ্ছিল এবং তার কথাগুলি ছিল অস্পষ্ট। এমতাবস্থায় সে নবী করীম (স)-এর নিকটবর্তী হয়ে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করে। জবাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেন: দিবারাত্রির মধ্যে পাচ ওয়াক্ত নামায আদায় করা ফরয। তখন সে ব্যক্তি জিজ্ঞাসা করে, তা ছাড়া আর কিছু করনীয় আছে কি? জবাবে নবী করীম (স) বলেন: না, যদি তুমি অতিরিক্ত (নফল) কিছু আদায় কর। রাবী বলেন, অত:পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম তার নিকট রমযানের রোযার কথা উল্লেখ করেন। তখন সে ব্যক্তি জিজ্ঞাসা করে, এ ছাড়া অধিক কিছু করনীয় আছে কি? জবাবে নবী করীম (স) বলেন: না যদি তুমি অতিরিক্ত কিছু কর। অত:পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম তার জন্য ছদকার (যাকাত) কথা উল্লেখ করেন। তখন সে ব্যক্তি জিজ্ঞাসা করে- এছাড়া অতিরিক্ত কিছু দিতে হবে কি? জবাবে তিনি বলেন, না- তবে যদি তুমি অতিরিক্ত কিছু দান কর। অত:পর লোকটি প্রত্যাবর্তনের সময় বলল: আল্লাহর শপথ! আমি এর চেয়ে বেশী বা কম করব না। এতদশ্রবনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেন: লোকটি যদি তার কথায় সত্য হয়- তবে সে অবশ্যই কামিয়াব (কৃতকার্য) হল।-আবু দাউদ শরীফ,অনুচ্ছেদ ১: নামায ফরয হওয়ার বর্ননা, ৩৯১ নং হাদীস।

ইসলামী বই সংগ্রহ | Bangla Islamic Books Free Download


tags : islamic books store, bangla islamic book, bangla islamic book free download, bangla islamic books free download, free bangla islamic book
আমাদের ইসলামী বই সংগ্রহ বিভাগে স্বাগতম, আশা করি আমাদের সংগ্রহ আপনাদের সবারই উপকারে আসবে।
আমাদের এই বিভাগের স্বকীয়তা হলো, হাদীছ গ্রন্থসমূহের সংগ্রহ। মুলত অনলাইনে আমরা হাদীছ গ্রন্থসমূহের অভাব লক্ষ্য করে এ বিভাগ চালু করি। মুলত, এ গ্রন্থগুলি অনেক বড় আকারের হয়ে থাকে, সেজন্যে পৃরো বইটিকে খন্ড আকারে প্রকাশ করা হয়। তবে এক একটি খন্ডও নেহাযেত কম বড় নয়।
আমরা এ খন্ডগুলো ক্রমে ক্রমে ই-বুক আকারে প্রকাশ করছি। সময়ের সাথে সাথে এগুলো প্রকাশ হতে থাকবে। উল্লেখ থাকে য়ে, হাদীছ গ্রন্থসমূহ "ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ" কতৃক অনুদিত।


Bangla AL QURAN Download (Full )HADITH DOWNLOAD SECTION (BANGLA):


ISLAMIC BOOKS DOWNLOAD (BANGLA):


 

:: Share on :

© বাংলাইন্টারনেট.কম | ২০০৮-২০১৬ | contact@banglainternet.com